গল্পে গল্পে হযরত আবু বকর (রাঃ)
একদিন হযরত আবু বকর (রাঃ) একটি স্বপ্ন দেখলেন। তখন তিনি সিরিয়ায় ছিলেন। স্বপ্নের সমাধান জানতে তিনি এক পাদ্রীর কাছে আসলেন।
পাদ্রী তাকে বললেন, তুমি কোথা থেকে এসেছ?
তিনি বললেন, মক্কা থেকে।
পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, তুমি কোন গোত্রের?
তিনি বললেন, কোরাইশ গোত্রের।
পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, তুমি কী কর?
তিনি বললেন, ব্যবসা।
এরপর পাদ্রী বললেন, যদি আল্লাহ তোমার স্বপ্ন বাস্তবাযিত করেন। তাহলে তিনি তোমার সম্প্রদায়ের মধ্য থেকে এমন একজন নবী পাঠাবেন যার জীবদ্দশায় তুমি তাঁর সাহায্যকারী হবে এবং তাঁর মরণের পর তুমি তাঁর খলিফা নির্বাচিত হবে।
Reviews
There are no reviews yet.