শুধুই সামাজিক সম্মানের কারণে, নিজের আত্মতৃপ্তির কারণে, পড়াশোনা করেছি বলেই প্রয়োজনীয় ইসলামি জ্ঞানে পিছিয়ে থেকে, নিজের সন্তানদের টিভি আর কাজের মানুষের কাছে বড় হতে দিয়ে, আল্লাহ অসন্তুষ্ট হন এমন পরিবেশে বাইরে কাজ করতে যাওয়াটা কি আমাদের দুনিয়া বা আখিরাতে কল্যাণ বয়ে আনতে পেরেছে? সম্মান কি সত্যিই আমরা পেয়েছি এর মাধ্যমে? অফিসে উচ্চপদে চাকরি করেও ঘরে ফিরে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হওয়ার চিত্র তো অহরহ দেখা যায়! তা যদি নাও হয়, অনেকেই সন্তানদের যথেষ্ট সময় দিতে না পারার মনোকষ্টে ভোগেন। সেই সাথে নিয়ন্ত্রণহীন টিভি দেখে ও মায়ের সাহচর্য ছাড়া বড় হয়ে বাচ্চারা যে অসংখ্য ভুল জিনিস শিখছে, সেই বিপদ তো আছেই। তবুও সামাজিক মর্যাদার কথা ভেবে চাকরির মোহ কাটানো হয়ে ওঠে না আমাদের।
ভেবে দেখেছি কি, দুনিয়ার ফাঁদে পড়ে এই স্বল্প সময়ে আখিরাতের জন্য আমরা তাহলে কী সংগ্রহ করছি? সম্মান শুধুই পাওয়া সম্ভব সম্মানের মালিকের সাথে মজবুত সম্পর্ক স্থাপনের মাধ্যমে।
আমরা এখন সমাজের এমন একটা অবস্থা তৈরি করেছি যে, পড়ালেখা করে চাকরি না করলে বা কম ডিগ্রি অর্জন করে গৃহিণী হলে আমরা মনে করি সে বুঝি মেধাহীন, অকর্মণ্য।
Reviews
There are no reviews yet.